যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং সেই সাথে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য যৌগের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করা যায়।সকল আয়নিক যৌগ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেহেতু CaSO4, সেহেতু এটির গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করা যায়।তাই এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার, চিনি সমযোজী যৌগ হওয়ায় গলিত অবস্থায় আয়নিত হতে পারে না এবং বিদ্যুৎ পরিবহন করে না। তাই চিনি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়।