শেয়ার করুন বন্ধুর সাথে

যকৃত পিত্তরস তৈরি করে। পিত্তরসের মধ্যে পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল, খনিজ লবণ ইত্যাদি থাকে যা পিত্ত থলিতে জমা হয়ে ডিওডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়। ২. যকৃত অতিরিক্ত গ্লুকোজ নিজদেহে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে।