শেয়ার করুন বন্ধুর সাথে

হযরত মুহাম্মদ (স) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি যাবতীয় অন্যায় অত্যাচার, শোষণ-জুলুম ও বৈষম্য দূর করে এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা পথহারা মানব জাতিকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেন। তারা আল্লাহ প্রদত্ত বাণী মানুষের নিকট প্রচার করতেন। নবী-রাসূলগণ ছিলেন শান্তির বার্তা বাহক। যখন আরবের জাহেলিয়াতের যুগের লোকেরা ন্যায়-অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য না করে  সকল প্রকার অপকর্মে লিপ্ত ছিল; ঠিক সেই সময় মহান আল্লাহ হযরত মুহাম্মদ (স) কে দুনিয়াতে প্রেরণ করেন। মূলত তিনি পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছিলেন।