মিরজাফরের বিশ্বাশঘাতকতা এবং সিরাজদৌলা অপরাধীদের বারবার ক্ষমা করে দেয়ার কারনেই মূলত তার পরাজয় হয়। কিন্তু পরবর্তিতে বিশ্বাসঘাতকদের প্রত্যেকের মূত্যুই ছিল খুবি জগন্য।আর মিরজাফরের নাম আজও বাংলার মাটিতে কুখ্যাত হয়ে আছে।