শেয়ার করুন বন্ধুর সাথে

আদর্শ নদীর বৈশিষ্ট্য:- ক)একটি আদর্শ নদী সবর্দা তার উৎসস্থুলকে সমুদ্রতলের ঢালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কাজ করে। খ)একটি আদর্শ নদীর প্রাকৃতিকভাবে উচ্চপ্রবাহ,মধ্যেপ্রবাহ ও নিম্মপ্রবাহ তিনপ্রকার প্রবাহই বিদ্যমান। গ)আদর্শ নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তৃত ঢালকে মদঢালে পরিণত করে।