শেয়ার করুন বন্ধুর সাথে

সন্তান মাকে ভয় করে কথাটি সবার ক্ষেত্রে সঠিক নয়৷ কোন সন্তান মাকে ভয় করে আবার কোন সন্তান বাবাকে ভয় করে৷ কাজেই একক ভাবে কেবল মাকে ভয় করে কথাটি ঠিক নয়৷  মাকে ভয় করার কারণ:  বাবা মা যদি বদ মেজাজি হয়, কথায় কথায় সন্তানকে ধমক দেয়, আদর না করে শাষন করে বেশি তাহলে সন্তান সেইসব বাবা মাকে ভয় করবে৷