শেয়ার করুন বন্ধুর সাথে

বৈশ্বিক উষ্ণায়নের কারণে সামগ্রিকভাবে বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশের কৃষি তথা সার্বিক জীবনযাত্রার ওপর। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার আধিক্য, আর্থসামাজিক অবস্থার কারণে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বিপদাপন্ন দেশ হিসেবে বিবেচিত। আমাদের কৃষির সঙ্গেও পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক অত্যন্ত নিবিড়। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ছে, শীতের ব্যাপ্তি ও তীব্রতা কমছে, বৃষ্টিপাতের সময় ও পরিমাণে তারতম্য ঘটছে, যার প্রভাব কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি। পরিবর্তিত পরিবেশে আগামী দিনগুলোতে ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশের খাদ্য ও কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটাতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনযোগ্য টেকসই কৃষি ব্যবস্থা প্রণয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং বিভিন্ন ফসলের লবণাক্ততা, জলমগ্নতা ও খরাসহিষ্ণু জাত উদ্ভাবনের সূচিত ধারাকে অব্যাহত রাখতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ