শেয়ার করুন বন্ধুর সাথে

প্রশ্নোত্তর টির আগে বোঝতে হবে উৎপাদন এবং উৎপাদনশীলতা কি ? উৎপাদন বলতে বোঝায় প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাচাঁমালের রুপগত উপযোগ সূষ্টি করে মানুষের ব্যবহার উপযোগি পণ্য তৈরির দ্বারা নতুন উপযোগ সূষ্টি করা ।আর উৎপাদনশীলতা হল আগের সমান বা কম উপকরন ব্যবহার করে বেশি পরিমানে পণ্য উৎপাদন করা। অথ্যাৎ কি পরিমান উপকরন ব্যবহার করে কি পরিমান পণ্য উৎপাদন করা যায় তার অনুপাতই উৎপাদনশীলতা ।এখন যদি মিতব্যয়িতা বজায় রেখে উৎপাদন কার্য সম্পাদন করা হয় তাহলে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পণ্যের উৎপাদনের উৎপাদনশীলতা বাড়তে থাকে আর এর পর যতই উৎপাদন করা হবে উৎপাদনশীলতা ধীরে ধীরে কমতে থাকবে।অতএব এথান থেকে বোঝা গেল উৎপাদন বাড়তে থাকলেই উৎপাদনশীলতা বাড়বে না ।মানে একটি নির্দিষ্ট স্তর বা মাত্রার পরে যতই উৎপাদন করা হবে ততই অমিতব্যয়িতা প্রবেশ করতে থাকবে যার ফলে উৎপাদনশীলতা কমতে থাকবে। অতএব বলা যেতে পারে উৎপাদনশীলতা বাড়লেই উৎপাদন বাড়বে তবে উৎপাদন বাড়তে থাকলেই উৎপাদনশীলতা বাড়বে না যদি না ব্যয় বিবেচনা না করে উৎপাদন করি। তাই সব প্রতিষ্ঠানেই উৎপাদন করার আগে কাম্য উৎপাদন মাত্রা স্তির করার পর উৎপাদন শুরু করে ।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ