শেয়ার করুন বন্ধুর সাথে

হাইপোথাইরয়েডিজম মানুষ ও পশুর একটি রোগ যা থাইরয়েড গ্রন্থি থেকে উৎপাদিত থাইরয়েড হরমোনের উৎপাদনের স্বল্পতার কারণে হয়ে থাকে। প্রাথমিক লক্ষণসমূহ :  ১) ঠাণ্ডা সহ্য করতে না পারা, ঠাণ্ডার প্রতি স্পর্শকাতরতা বৃদ্ধি পায়।  ২)ওজনবৃদ্ধি পায়, এমনকি কম খেলেও।৩) শরীরে আন্তঃকোষীয় কলা বৃদ্ধি ও পানি জমা শুরু।  ৪) ব্রাডিকার্ডিয়া (নাড়ির গতি হ্রাস পাওয়া—স্পন্দন মিনিটে ষাট বারেরও কম হয়) ৫) ঘামের পরিমাণ হ্রাস পাওয়া, ত্বকের শুষ্কতা ও চুলকানি প্রবণতা বৃদ্ধি পাওয়া ৬) পেশিতে হালকা ব্যাথা বা ক্রাম্প - প্রধানতঃ মাসল হাইপোটোনিয়া বা শৈথিল্যের কারণে।  ৭)দৈহিক অবসাদ বা অস্বস্তি এবং সারা দেহে এবং অস্থিসন্ধিতে (অর্থাৎ গাঁটে) ব্যাথা । ৮) বিষণ্ণতা বা মানসিক অবসাদগ্রস্থতা যাকে সিউডো-ডিপ্রেশন বলা হয়।  ৯) গলগণ্ড থাকতে পারে, বা নাও থাকতে পারে।  ১০) চিকন, ভঙ্গুর আঙ্গুলের নখ,  চিকন, ভঙ্গুর চুল, বেশি চুল পড়া । ১১) মলিনতা,  কোষ্ঠকাঠিন্য,  রজঃস্রাব প্রাথমিক দশায় বৃদ্ধি পেতে পারে। বিলম্বিত লক্ষণসমূহ :  ১) শরীরে আন্তঃকোষীয় কলা বৃদ্ধি ও পানি জমার জন্য এমনকি কার্পাল টানেল সিনড্রোম পর্যন্ত হতে পারে। ২) মিক্সিডিমা অর্থাৎ আন্তঃকোষীয় লসিকার মধ্যে শ্লেষ্মার মত (মিক্সয়েড) পদার্থ জমা হয়ে ইডিমা যার উপরে চাপ দিলেও তা সরে গিয়ে পিটিং বা গর্ত তৈরী হতে দেয় না। ৩) ত্বক শুষ্ক এবং ফুলে যায়, বিশেষ করে মুখস্বরতন্ত্রীর স্ফীতির জন্য স্বর ভেঙে গিয়ে ভারি হয়ে যায়। ৪) চিন্তাধারার গতি স্লথ হয়ে যায়।দুই কারণেই কথা ধীরে ধীরে বলতে হয়। ৫) চোখের ভ্রু চিকন হতে শুরু করে এবং ভ্রর বাইরের অংশ প্রায় মুছে যায় (ম্যাডারোসিস)।  ৬) রজঃচক্র অনিয়মিত হয়ে পড়ে  ৭) শরীর তাপমাত্রা হ্রাস পায় অ-সাধারণ লক্ষণসমূহ :  স্মৃতি শক্তির অবক্ষয়, অমনোযোগ, ধীরতর হৃদস্পন্দন, টাক পড়া, ত্বক বাদামী হওয়া, ধীর স্নায়বিক রিফ্লেক্স, গলধঃকরণের সমস্যা, অস্থির মেজাজ, যৌনউত্তেজনার হ্রাস, ঘ্রাণশক্তির হ্রাস, মিক্সিডিমা কোমা ৷