Share with your friends

যেসব Noun-এর দৈহিক বা অবস্থিতি আছে এবং ইন্দ্রিয়ের সাহায্যে যাদের উপলবব্ধি করা যায়, তাদের COncrete noun বা ইন্দ্রিয়গ্রহ্য বিশেষ্য বলে। যেমনঃ Sohel is a good boy.(সোহেল একটি ভালো ছেলে) I have a pet cat. (আমার একটি পোষা বিড়াল আছে)। প্রদত্ত বাক্য দুটিতে Sohel,cat দ্বারা কোনো ব্যক্তি ও প্রাণীর নাম বুঝাচ্ছে, যাদের প্রত্যেকটিই ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য(Concrete noun)।