যে Noun দ্বারা একই শ্রেণির ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।  Examples of Common Nouns:  Rahim is a student. ( এখানে student শব্দটি দ্বারা সকল ছাত্রছাত্রীকে বুঝানো হয়েছে অর্থাৎ একটি জাতিকে(ছাত্রছাত্রী) বুঝানো হয়েছে) They cut the tree. ( এখানে tree শব্দটি দ্বারা সকল প্রকার গাছকে বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন গাছ কিংবা কোনো গাছের জাতকে কে আলাদা করে বুঝানো হয়নি) The Padma is a big river.(এখানে river শব্দটি দ্বারা সকল নদীকে বুঝানো হয়েছে। অর্থাৎ river শব্দটি দিয়ে পৃথিবীর সকল নদীকে বুঝানো হয়)