শেয়ার করুন বন্ধুর সাথে

কেউ কেউ হয়ত ভাবেন আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ কাজে লাগাতে পারি। আর বাকী ৯০ শতাংশ থেকে যায় অব্যবহৃত। কিন্তু সময়ের বিবর্তনে এসব ধ্যানধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। আসলে আমরা যখন কোন সামান্য হাত মুঠকরে ধরার মত সহজ কাজও করি তখনও ব্রেইনে ১০% এর বেশি লোড পরে। এমনকি কিছু না করে শুধু অলস সময়কাটালেও মস্তিষ্ক ঠিকই সক্রিয় থাকে।কেননা আমাদের শরীরের মধ্যে যেসব অনৈচ্ছিক পেশি আছে (উদাহরণস্বরূপ হৃদপেশি) সেগুলোতে সঠিক নির্দেশনা দিতে মস্তিষ্কের বিকল্প নেই। আমাদের স্নায়ুকোষগুলোব ­বেশ ভালোই “রিসোর্স হাংরি”; এরা শ্বাসের সাথে গৃহীত অক্সিজেনের প্রায় ২০% নিয়ে থাকে। আর রক্তের গ্লুকোজ তো তাদের খাদ্য তালিকায় আছেই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ