শেয়ার করুন বন্ধুর সাথে

আমার পক্ষ থেকে পরামর্শঃ এই বন্ধি অবস্থায় আপনার পড়াশোনা যা যা মুখস্থ করার করে নিন।অনলাইন এ ক্লাস করুন।যেমন আমি, আমিও এভাবেই সময় কাটাচ্ছি।ই-নলেজ এর উন্নতির জন্য কাজ করে যাচ্ছি, পরাশোনার পাশাপাশি অনলাইনে প্রোগ্রামিংসহ নানা ধরণের বিষয়ের সাথে নিজেকে জড়িত রেখে জ্ঞান সমৃদ্ধ করার চেষ্ঠায়...!এভাবেই সময় কেটে যাচ্ছে।আপনিও করতে পারেন। প্রয়োজনে আপনার পরিচিতিজনদের সাথে চ্যাটিং, মজা করুন, হাসি খুশির জন্য কৌতুক দেখুন, মজার মজার/রহস্যের/জ্ঞান বিজ্ঞানের/ইসলামিক ইত্যাদি ভিডিও দেখে আনন্দে সময় কাটানোর চেষ্ঠা করুন।ই-নলেজ এও সময় দিতে পারেন। সত্যি বলতে সবারই একই অবস্থা!তাই একটু কষ্ট হলেও ঘরে থাকতে হব। অহ! তেমন কিছুই ভাল্লাগেনা। চলুন একটু কৌতুক পড়ি... মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা মাথায় মারাত্মক আঘাত নিয়ে এক লোক গেলেন পরিচিত চিকিৎসকের কাছে- লোক: ডাক্তার, তাড়াতাড়ি কিছু করো! শেষ হয়ে গেলাম! চিকিৎসক: কীভাবে এমন হলো! লোক: আর বলো না। বাড়ির কাজের জন্য পাথর দিয়ে ইট ভাঙছিলাম। সামনে দিয়ে স্কুলের মাস্টার যাচ্ছিল। সে বলল, ‘মাঝে-সাঝে মাথাটাও কাজে লাগাও’। চিকিৎসক: তো কী হয়েছে? লোক: তার কথামতো পাথরের বদলে মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা করি, এরপর... **** ফেসবুকের ফেক আইডিতে প্রেম! বাবা আর ছেলের সম্পর্ক বন্ধুর মতো। একদিন বাবা গাড়ি চালাচ্ছে, ছেলে পাশের সিটে বসে আছে। বাবা: ফ্রেন্ড, একটা বিষয় তোমাকে জানাতে চাচ্ছি; তবে বিষয়টা তোমাকে আহত করবে মনে হচ্ছে। ছেলে: আমিও একটা বিষয়ে তোমার কাছে দোষ স্বীকার করতে চাচ্ছি, দোস্ত। বিষয়টা না বলে স্বস্তি পাচ্ছি না। বাবা: তো আমিই আগে বলি। আমার না ফেসবুকে আমার চেয়ে বেশি বয়সের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে। ছেলে: ওটা আমারই ফেক আইডি! পারলে ক্ষমা করিস, দোস্ত! **** শহরের শ্রেষ্ঠ সুন্দরীর জন্য নীলপদ্ম গভীর রাতে মাতাল হয়ে বাড়ি ফিরেছে স্বামী। কিন্তু স্ত্রী আজ কিছুতেই দরোজা খুলছে না। স্বামী হাতে থাকা হেলমেট দিয়ে দর

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ