শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়ালাইকুম সালাম। শুনে খুসি হলাম আমাদের সাইটের সন্ধান কোন এক ভাইয়ের কাছে পেয়েছেন। হয়তো ওনিও আমাদের পরামর্শে উপকার পেয়েছে। যাইহোক চেস্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিতে। আপনি চুল কেটে ছোট করে নিবেন এবং চুলে নিয়মিতভাবে জেল ব্যবহার করবেন যেমন মেরিল, কিউট জেল গুলো ভালোভাবে প্রতিদিন ব্যবহার করবেন। জেল ব্যবহার এর পর আপনার চুলের স্টাইল যেমন করতে চান সেভাবেই চিরুনি দিবেন এভাবে একই ভাবে প্রতিদিন করুন আর হ্যা টুপি পড়বেন যেগুলো সুতার টুপি অর্থাৎ যেগুলো হাতের মূঠোয় জরিয়ে নেওয়া যায় সেগুলো মাথায় ব্যবহার করবেন যাতে চুল গুলো বসে থাকে মাথায়। এভাবে নিয়মিতভাবে করুন দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন। তবে আপনি একজন মাদ্রাসার ছাত্র আপনি যতই বোকা বা সাদা সিদে হোন না কেনো ভালো ভাবে লেখাপড়া করুন ভালো রেজাল্ট করুন দেখবেন ওই বন্ধুরা আপনার কাছেই ছোট হয়ে যাবে।  মনে রাখবেন আজ  আপনি তাদের সম্মান দিয়েও তারা হাসি ঠাট্টাতামাসা করে আপনাকে নিয়ে কিন্তু যেদিন একজন সুদক্ষ আলেম হয়ে সমাজে হাজির হবেন সেইদিন   আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন সেদিন বুঝবেন সম্মান কাকে বলে এবং সম্মান কি জিনিস। সেদিন ওরা মুখ লুকিয়ে থাকবে। যাইহোক আপনার বাবা নাই নিজের অভাবের সংসারে কষ্ট করে লেখাপড়া করতেছেন ভালো কথা কিন্তু ভালো রেজাল্ট করে ভালো সুনাম বয়ে আনুন এটাই কামনা করি। আল্লাহ্ হাফেজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ