শেয়ার করুন বন্ধুর সাথে

যে দ্রাবক অধিংকাশ দ্রবকে দ্রবণে দ্রবীভূত করার ক্ষমতা সংরক্ষণ করে তাকে সার্বজনীন দ্রাবক বলে। এখন পর্যন্ত পানিই একমাত্র দ্রাবক যা অধিকাংশ দ্রবকে দ্রবণে দ্রবীভূত করতে পারে। তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়।