শেয়ার করুন বন্ধুর সাথে

পবিত্র কুরআন মাজিদে কতজন নবী-রাসূল এর কথা উল্লেখ আছে সেটা নিয়ে অনেকেরই মত পার্থক্য রয়েছে কারন কেউ বলে থাকেন ২৫ আবার কেউ বলে থাকেন ২৬ জন নবী ও রাসূল এর কথা উল্লেখ আছে। পবিত্র কুরআনে উল্লেখিত ২৬ জন নবী-রাসূল এর নাম: ১. হযরত আদম (আ.) ২. নূহ (আ.) ৩. ইদরিস (আ.) ৪. ইলিয়াস (আ.) ৫. ইয়াকুব (আ.) ৬. ইউসুফ (আ.) ৭ .শুয়াইব (আ.) ৮. ইউনুস (আ.) ৯. ঈসা (আ.) ১০. মুসা (আ.) ১১. ইব্রাহিম (আ.) ১২. হারুন (আ.) ১৩. ইসমাঈল (আ.) ১৪. সালেহ (আ.) ১৫. জাকারিয়া (আ.) ১৬. আইয়ুব (আ.) ১৭. ইয়াহইয়া (আ.) ১৮. ওজায়ের (আ.) ১৯. লুত (আ.) ২০. আল ইয়াসা (আ.) ২১. জুলকিফল (আ.) ২২. হুদ (আ.) ২৩. ইসহাক (আ.) ২৪. সুলায়মান (আ.) ২৫. দাউদ (আ.) ২৬. হযরত মুহাম্মাদ (সা.) (রাসূল) ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ