শেয়ার করুন বন্ধুর সাথে

কোরআনে ২৬ জন নবী-রাসুলের নাম এসেছে মতান্তরে ২৫ জন। এর মধ্যে একত্রে ১৭ জনের নাম এসেছে সূরা আনয়ামের ৮৩ থেকে ৮৬ আয়াতে। বাকিদের নাম এসেছে কোরআনের বিভিন্ন স্থানে। শুধু ইউসুফ (আ.) এর কাহিনী সূরা ইউসুফে একত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসুলুল্লাহ (সা.) কে লক্ষ্য করে বলেন, আমরা আপনার আগে এমন অনেক রাসুল পাঠিয়েছি, যাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি এবং এমন অনেক রাসুল পাঠিয়েছি, যাদের বৃত্তান্ত আপনাকে শুনাইনি।  (সূরা নিসা : ১৬৪, সূরা মুমিন : ৭৮)। যারা ২৫ জন বলে তারা হযরত ওজায়ের (আ.) এর নাম নবী তালিকা থেকে বাদ দিয়ে দেয়। ওজায়ের (আ.) সহ কোরআনে বর্ণিত ২৬ জন নবী হলেন- ১. হযরত আদম (আ.), ২. নুহ (আ.), ৩. ইদরিস (আ.), ৪. হুদ (আ.), ৫. সালেহ (আ.), ৬. ইবরাহিম (আ.), ৭. লুত (আ.), ৮. ইসমাঈল (আ.),৯. ইসহাক (আ.), ১০. ইয়াকুব (আ.), ১১. ইউসুফ (আ.), ১২. আইয়ুব (আ.), ১৩. শুয়াইব (আ.), ১৪. মুসা (আ.), ১৫. হারুন (আ.), ১৬. ইউনুস (আ.), ১৭. দাউদ (আ.), ১৮. সুলায়মান (আ.), ১৯. ইলিয়াস (আ.), ২০. আল ইয়াসা (আ.), ২১. জুলকিফল (আ.), ২২. জাকারিয়া (আ.),২৩. ইয়াহইয়া (আ.), ২৪. ঈসা (আ.), ২৫. ওজায়ের (আ.) ২৬. হযরত মুহাম্মদ (সা.)। [বিশেষ দ্রষ্টব্যঃ এই বিষয় নিয়ে বিতর্ক ও মতপার্থক্য আছে]