মিনিটের কাটা ১ ঘন্টায় ৬০ ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা ৫ ঘর অতিক্রম করে।  সে হিসেবে মিনিটের কাটা ৩০ ঘর গেলে ঘন্টার কাটা ৫/২ বা ২.৫ ঘর যায়। যেহেতু কাটাগুলো বৃত্তাকার পথে ঘোরে,  সেহেতু  ৬০ ঘর = ৩৬০° ১ ঘর = ৩৬০°/৬০ = ৬° ২.৫ ঘর = ৬°×২.৫ = ১৫° মিনিটের কাটা ঘন্টার কাটার পার্থক্য = ১৫°