Dear Sir, এটা বাতিল করলে এখানে অনেক বিশৃঙ্খলা দেখা দিবে। এই অনুমোদন সিস্টেম ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ১০০ পয়েন্ট অর্জন করবেন। ১০০ পয়েন্টের পর আপনার আর অনুমোদন লাগবে না। এই সিস্টেমটি চালু করার একটি কারণ আছে। আমরা প্রত্যেকটি নতুন সদস্যের পোস্ট (প্রশ্ন, উত্তর, মন্তব্য) খুব যত্ন সহকারে দেখি। আপনার পোস্টে যদি কোনো ভূল থাকে তাহলে আমরা আপনার ভূল গুলো ধরিয়ে দিতে এই সিস্টেমটি চালু করা হয়েছে। আপনি ১০০ পয়েন্ট অর্জন করতে করতে শিখে যাবেন যে, এখানে কিরকমের পোস্ট গ্রহণযোগ্য । কিন্তু আপনার পোস্ট যদি মানসম্মত হয় তাহলে আপনি আপনার পোস্টের অনুমোদন অবশ্যই পাবেন।