এটা জাভা ফোন দিয়েও করা যাবে। জিমেইল ডট কমে -এ গিয়ে প্রথমে সঠিক ভাবে লগইন করে নিন। তারপর দেখুন আস্ক প্রশ্ন থেকে একটা ভিরিফিকেশন কোড পাঠানো হয়েছে সাথে একটি লিংকও পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে একাউন্ট Verified হয়ে যাবে।