শেয়ার করুন বন্ধুর সাথে

একজন বোধশক্তি সম্পন্ন সচেতন স্ত্রী কখনো এমন একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ডিভোর্স পর্যায়ে যেতে পারেনা। তবে স্বামী অসৎ হয়ে থাকলে বা চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ হলে প্রসঙ্গ ভিন্ন, তাই বলে সন্দেহের বশে কিছু করে বাসা যাবেনা প্রথমে প্রমাণ যোগাড় করুন তার সত্যয়তা সম্পর্কে নিশ্চত হন। তারপর না হয় ভেবে চিন্তে ডিভোর্সে গেলেন। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই সামান্য গোসলের মতো একটা ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মনমালিন্য তৈরি হতে পারেনা। এখানে তো অন্য কোনো হেতু থাকতে পারে সেটা পরোখ না করে ডিভোর্স দিয়াটা শুধু বোকামিই হবেনা সেটা হবে মহা বোকামি। এজন্য আব্রাহাম লিংকন একটা কথা বলে গিয়েছিলেন সবাইকে বিশ্বাস করা বিপদজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদজ্জনক । তাই সে যদি একজন যুক্তিবাদি মানুষ হন কখনোই শুধু অনুমান ও সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন না আশা করি। অন্তত সত্য মিথ্যা না যাচাই করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ