শেয়ার করুন বন্ধুর সাথে

খাবার না খেয়েও যে প্রাণী বেঁচে থাকে মাসের পর মাস এমনই কিছু প্রানীর নাম নিচে দেওয়া হলো দেখে নিন, নামগুলো..... ► সাপ— ঠান্ডায় এদের শরীরের মেটাবলিজম কমে যায় ৭০ শতাংশ। ফলে, এক বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে এই প্রাণী। ► ভালুক— শীতের সময় এরা মূলত ঘুমিয়ে কাটায়। যে কারণে ১০০ দিন পর্যন্ত কিছু না খেয়ে কাটিয়ে দিতে পারে এই প্রাণী। ► উট— জল ছাড়া কাটিয়ে দিতে পারে ৪০ দিন। ► কুমির— কয়েক মাসই নয়, প্রয়োজনে ৩ বছর কাটিয়ে দিতে পারে এরা না খেয়ে। ► ব্যাং— ভিজে জায়গায় থাকে এই প্রাণী। প্রায় ১৬ মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে এরা। ► ওম— ইতালি ও বালকান অঞ্চলের এই সরীসৃপ মূলত থাকে জলের তলায়। ১০ বছর পর্যন্ত খাবার না খেয়ে বেঁচে থাকতে পারে। ► পেঙ্গুইন— এরা যে তাপমাত্রায় থাকে, তাতে এদের খিদে খুব একটা পায় না। ফলে, ২ থেকে ৪ মাস পর্যন্ত কিছু না খেয়ে কাটিয়ে দিতে পারে এই প্রাণী। ► হাঙ্গর— ৮ থেকে ১০ সপ্তাহ পর্যন্ত খাবার না খেয়ে থাকতে পারে এরা। ► মাকড়সা— তিন মাস থেকে এক বছর, এরা বেঁচে থাকতে পারে কিছু না খেয়ে। ► গ্যালাপেগস দ্বীপের কচ্ছপ— এই দ্বীপের কচ্ছপ ১ বছরেরও বেশি সময় না খেয়ে বেঁচে থাকতে পারে। --এবেলা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ