শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলা ইতিহাস শব্দটি এসেছে ইতিহ থেকে যার অর্থ হচ্ছে এতিহ্য । এর ইংরেজি প্রতিশব্দ History যা গ্রিক শব্দ Historia থেকে এসেছে । Historia শব্দের আভিধানিক অর্থ হলো গভেষণা বা সত্যানুসন্ধান । সুতরাং আভিধানিক অর্থে প্রকৃতিতে বা সমাজে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা এবং মানব সভ্যতার উদ্ভব, বিকাশ ও বিবর্তনের ধারা অনুসন্ধান বা গভেষণাকে ইতিহাস বলা হয়। অন্যভাবে বলা যায়, অতীতে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের বিবরণী হলো ইতিহাস ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ