শেয়ার করুন বন্ধুর সাথে

এমিবিক ডিসেন্ট্রিকে সাধারণভাবে ক্রনিকন আমাশয় বলা হয়ে থাকে। এ অবস্থায় রোগী মাঝে মাঝে নরম ও আমযুক্ত পায়খানা করে থাকে। পেট মোচড় দিয়ে পায়খানা হয়, পায়খানার পর মোচড় ব্যথা কমে যায়। তবে শুধু এমিবিক ডিসেন্ট্রি নয়,ব্যাসিলারী বা শিগেলা ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়ও কখনো ক্রনিক হতে পারে। এজন্য পায়খানা পরীক্ষা করে যথাযথ চিকিৎসা নিলে রোগী উপকার পায়। হোমিওপ্যাথিক ঔষধ” মার্ক কর-৩০ শক্তি” অথবা আরও উচ্চশক্তি সেবনে উপকার পাওয়া যায়। এজন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।ফুটানো পানি, খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া,নখ ছোট রাখা তথা পরিষ্কার পরিচ্ছন্ন আমাশয় প্রতিরোধ করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ