শেয়ার করুন বন্ধুর সাথে

বড়দের মতো শিশুদেরও মৃগীরোগ হয়। এর অনেক কারণ রয়েছে। আমাদের দেশ অনুযায়ী যদি বলি, জন্মের সময় যদি কোনো অসুবিধা হয়, পরে তাদের মস্তিস্কে সমস্যা হতে পারে। আমাদের দেশে অনেক এপিলেপসি রোগী রয়েছে। এ ছাড়া যাদের পারিবারিকভাবে এপিলেপসি আছে তাদেরও কিন্তু শিশু অবস্থায় সমস্যা হতে পারে। এ ছাড়া যাদের জ্বরের সাথে খিঁচুনি হয়, তাদের একটি ভাগ পরবর্তীকালে মৃগী রোগের ভেতরে চলে যেতে পারে। এমনিতে যদি মস্তিস্কের কোনো পরীক্ষা করেন, সেভাবে কোনো কারণ খুঁজে পাবেন না। কিন্তু তাদেরও হয়তো সূক্ষ্ম অনেক কারণ রয়েছে। এগুলোর কারণেও কিন্তু মৃগীরোগ হতে পারে। একই রকম মৃগীরোগ কিন্তু সব বয়সের বাচ্চাদের হয় না। ছোটোবেলায় যে মৃগীরোগ হয়, একটু বয়সে সেটি পরিবর্তন হয়ে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ