নবজাতক শিশুর জন্মের সময় দাঁত থাকে না।এর কারণ হলো প্রতিটি মানুষই একটি প্রাথমিক অবস্থা থেকে সৃষ্টি হয়।তারপর বিভিন্ন অঙ্গ বৃদ্ধি পায়।যেহেতু নবজাতক শিশুর জন্মকাল বেশিদিন হয় না।তাই তখনো তার অনেক অস্থি বৃদ্ধি পায় না।ফলে দাঁতও থাকে না।কিন্তু বাইরের পরিবেশ ও বিভিন্ন পুষ্টিকর খাবারের সংস্পর্শে এলে শিশুর অস্থিগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়।ফলে একটা একটা দাঁতও বৃদ্ধি পায়।