এইচ আইভি  কোনো ছোঁয়াচে রোগ নয় ।  তাই  এইচআইভি  আক্রান্ত ব্যক্তির বির্য যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই । এইচআইভি ছড়ায়  রক্ত,বির্য,যোনিরস ইত্যাদির মাধ্যমে । আক্রান্ত ব্যক্তির রক্ত যদি সুস্থ মানুষে শরীরে প্রবেশ করে  তবেই সুস্থ মানুষটি এইচআইভিতে আক্রান্ত হবে ।   শরীরের বাহ্যিক দিকে লাগলে কোনো সমস্যা হবেনা । তবে এক্ষেত্রে সতর্ক থাকাই শ্রেয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ