এর অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে বলা যায় ভিজিটরের কাছে ঐ এড ইন্টারেস্টেড (আগ্রহ) না। যেমনঃ আপনি জিপি সিম ব্যবহার করেন। কিন্তু আপনার সামনে রবি সিমের এড আসলো। নিশ্চয় আপনার রবি সিমের কোন অফার দরকার নেই। অথবা আপনার এড সঠিক জায়গাতে বসাতে পারেন নি। যেখানে বসালে এড ক্লিক বেশি পড়তে পারে।