শেয়ার করুন বন্ধুর সাথে

শীতে ছেলে ও মেয়ে রা প্রায় একই প্রসাধনী ব্যবহার করতে পাররে। গুরুত্বপূর্ণ প্রসাধনীরর মধ্যে আছে ফেইস ওয়াশ,ত্বক কোমল রাখার সহায়ক ক্লিনজার। তাই কোমল এবং ‘সোপ ফ্রি’ ফেইসওয়াশ বেছে নিতে হবে লিপ বাম,শীতে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করা জরুরি। ময়েশ্চারাইজিং ক্রিম ও লোশন,শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তেলযুক্ত ময়েশ্চারাইজার বেছে নিন। শ্যাম্পু : শীতে চুলও বিবর্ণ হয়ে পড়ে। অনেকেই খুশকির সমস্যায়ও ভুগে থাকেন। তারা অবশ্যই অ্যান্টি ড্যানড্রাফ (খুশকি প্রতিরোধক) শ্যাম্পু ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ