Share with your friends

HTML (এইচটিএমএল) এর সৃষ্টি কর্তা হলেন- ইউরোপীয় বিজ্ঞানী স্যার টিম বার্নাস লী । তিনি ১৯৮০ সালে CERN এ একজন বিশেষজ্ঞ থাকাকালীন CERN গবেষকদের মাঝে তথ্য শেয়ারের জন্য ENQUIRE Prototyped নামে একটি System এর প্রস্তাব দেন । তারপর, ১৯৮৯ সালে স্যার টিম বার্নাস লী ইন্টারনেট ভিত্তিক একটি Hyper Text (হাইপার টেক্সট) সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন । এবং ১৯৯০ সালে স্যার টিম বার্নাস লী ব্রাউজারের ও সার্ভারের সফটওয়্যারের HTML (এইচটিএমএল) উল্লেখ্য করেন । তারপর এই বছরেই স্যার টিম বার্নাস লী ও CERN এর তথ্য ইঞ্জিনিয়ার Robert Cailliau যৌথ ভাবে CERN কে এ প্রকল্পের জন্য অর্থায়নের অনুরোধ করেন কিন্তু প্রকল্পটি আনুষ্ঠানিক ভাবে CERN দ্বারা গৃহীত হয়নি । তবে HTML (এইচটিএমএল) পরিচিতি লাভ করে একই সালে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে । তাছাড়া স্যার টিম বার্নাস লী অলাভজন জনসেবামূলক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর তত্ত্বাবধায়ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম (W3C) এর ডিরেক্টর । ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম কর্তৃক ডেভেলপকৃত HTML 3.2 প্রকাশিত হয় ১৯৯৭ সালের জানয়ারিতে ও একই সনের শেষের দিকে প্রকাশ হয় HTML 4.2 এবং HTML (এইচটিএমএল) এর সর্বশেষ সংস্করণ তথা HTML 5 প্রকাশিত হয় ২০১০ সালে ।

Talk Doctor Online in Bissoy App