Share with your friends

HTML (এইচটিএমএল) হল এক প্রকার Markup Language (মার্কআপ ল্যাঙ্গুয়েজ), অর্থাৎ এটির মাধ্যমে কোন একটি ওয়েব পেইজের Markup (মার্কআপ) তথা মূল কাঠামো গঠন করা হয় । যার পূর্ণ নাম হচ্ছে Hyper Text Markup Language (হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) । তাছাড়া HTML (এইচটিএমএল) কত গুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, যা কোন ওয়েব পেইজের Markup (মার্কআপ) তথা কাঠামো গঠন করে, আর এই Markup (মার্কআপ) ট্যাগ এর কাজ হল কোন ওয়েব পেইজের বিভিন্ন ইলিমেন্ট কিভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করা । একটি ওয়েব পেইজের ইলিমেন্ট যথাক্রমেঃ টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি ।

Talk Doctor Online in Bissoy App