সূরা ফাতেহা অবশ্যই লাগবে। কিন্তু আপনার কমপক্ষে আরো ৪টি সূরা মুখস্থ থাকতে হবে। ৪টি সূরা যেই কোন সূরা হতে পারে। আপনি কেরাতে অধিক দুর্বল হলে, সহজ কিছু সূরা মুখস্থ করতে পারেন। সূরাগুলো, সূরা আছর, সূরা কাউসার, সূরা নাছর, সূরা ফালাক, অথবা আপনি ৪কুল মুখস্থ করে নিতে পারেন। আপনার জন্য সহজ হবে। দোয়া যেমন, দোয়ায়ে মাসূরা, দোয়ায়ে কুনুত, সানা, তাশাহহুদ, ইত্যাদি।