ঐ আলেম ভুল বলেছেন।দেশে এরকম বহুত আলেম আছে যাদের কিছু কিছু কথা শুনলে শরীর জ্বলে।শুধুমাত্র দাড়ি,টুপির দোহাই দিয়ে এরা নিজেকে ঠিক রাখে।এধরনের আলেমদের কাছ থেকে দূরে থাকুন।আলেমদের সব কথা মেনে নিতে হবে এমনটা নয়।সন্দেহ হলে কোরআন হাদিসে মিলিয়ে দেখার চেষ্টা করুন।আর অজ্ঞ লোকদের কাছে ভুল তথ্য প্রচারের অপরাধে ঐ আলেম অবশ্যই শাস্তি পাবে।