তারাবী নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা বা জরুরি সুন্নত যা আদায় করা না হলে গুনাহ্ হবে। ২০ রাকাত, ১৬ রাকাত অথবা ৮ রাকাত করে আদায় করা যায় শারীরিক বা মানসিক সামর্থ্য বিবেচনা করে । । রোজা হবে কিন্তু তা পরিপূর্ণ হবে না। রাসুলুল্লাহ (সা.) দুই রাতে ২০ রাকাত করে তারাবির নামাজ পড়িয়েছেন। তৃতীয় রাতে লোকজন এক্ত্র হলেও রাসুলুল্লাহ (সা.) উপস্থিত হননি। পরদিন সকালে তিনি বলেন, ‘আমি তোমাদের ওপর তারাবির নামাজ ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করেছি। তখন তা তোমাদের জন্য কষ্টকর হতো।’ ‘যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে সওয়াব প্রাপ্তির আশায় রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তাঁর জীবনের আগের সব গুনাহ মাফ করা হবে।’ (বুখারি ও মুসলিম)