Share with your friends

গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও। ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন। ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলি। এই শব্দগুলি অনেকটাই বড়। সময় বাঁচাতে তাই ‘k’ লেখা শুরু হয়। এতে ১০,০০০ হয়ে যায় ‘১০k’, ২০,০০০ হয়ে যায় ‘২০k’। আর তখন থেকেই হাজার বোঝাতে ‘k’-এর প্রচলন শুরু হয়।  সূত্র: আনন্দবাজার

Talk Doctor Online in Bissoy App

k মানে kilo । সহজে হাজার(১০০০) এর কতগুণ সেটা। এটির আসল উত্তর ছিল: হাজার-এর ইংরেজি থাউস্যান্ড, কিন্তু হাজারকে সংক্ষেপে T না বলে K বলা হয় কারণ K অক্ষরটি গ্রীক kilo শব্দটিকে বোঝায়।

Talk Doctor Online in Bissoy App

গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও। ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন। ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলি। এই শব্দগুলি অনেকটাই বড়। সময় বাঁচাতে তাই ‘k’ লেখা শুরু হয়। এতে ১০,০০০ হয়ে যায় ‘১০k’, ২০,০০০ হয়ে যায় ‘২০k’। আর তখন থেকেই হাজার বোঝাতে ‘k’-এর প্রচলন শুরু হয়।

Talk Doctor Online in Bissoy App