শেয়ার করুন বন্ধুর সাথে

যাকাত ফরজ হওয়ার শর্তাবলী . ১. মুসলমান হওয়া: যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া।অমুসলিমদের উপর যাকাত ফরজ নয়। ২. নিসাবের মালিক হওয়া: যে পরিমান সম্পদের মালিক হলে যাকাত ফরজ হয়,সে পরিমান সম্পদের মালিক হওয়া। ৩. নিসাব পরিমান সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া: যে দ্রব্যের উপর মানুষের জীবন যাপন নির্ভর করে সে সব জিনিষপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে,যেমন খাওয়া-দাওয়া,পোশাক পরিচ্ছদ,বাসস্থান,বাড়িঘর,পেশাজীবীর যন্ত্রপাতি ইত্যাদি ৪. ঋণগ্রস্থ না হওয়া: ঋণগ্রস্থ ব্যক্তি নিসাব পরিমান সম্পদের মালিক হলেও তার উপর যাকাত ফরজ হবেনা।কারণ যে জীবনধারনের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহন করেছে।তবে পরিশোধের পরে যদি কারও হাতে নিসাব সম্পদ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। ৫. মাল একবছর কাল স্থায়ী থাকা: নিসাব পরিমান সম্পদ ব্যক্তির হাতে একবছর কাল স্থায়ী না হলে তার উপর যাকাত ফরজ হয়না। ৬. জ্ঞান সম্পন্ন হওয়া: যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া।জ্ঞানবুদ্ধিহীন তথা পাগলের উপর যাকাত ফরজ হয়না ৭. বালেগ হওয়া: যাকাতদাতাকে অবশ্যই বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হতে হবে।শিশু না বালেগ যত সম্পদের মালিকই হোক না কেন বালেগ হওয়ার পূর্বে তার উপর যাকাত ফরজ হয়না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ