সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না । সময় কালচক্রে বাঁধা । এটিকে হাজার চেষ্টা করেও কেউ আটকাতে পারবেনা । এটিই নিজের মতোই চলতে থাকে । কারো জন্যই অপেক্ষা করে না । আবার নদীর স্রোতও চির বহমান । কেউ এর গতিরুদ্ধ করতে পারেনা । এর ধারা নিরলসভাবে চলতেই থাকে । এও কারো জন্য অপেক্ষা করে না । এই প্রবাদটির বিপক্ষে একটি কথাই বলা যেতে পারে , যদি সিনেমার মতো একটি টাইম মেশিন বানানো যায় , যা দ্বারা সময়কে নিজ নিয়ন্ত্রণে পরিচালনা করা যাবে , তবেই এদুটির নিরলস গতিরুদ্ধ করা সম্ভব । কিন্তু একবাক্যে সেটি অসম্ভব ।