শেয়ার করুন বন্ধুর সাথে

নেশা করার পক্ষে কোনো যুক্তিই খাঁটেনা । তবুও শুনেছি মানুষ নিজের কষ্ট দূর করার জন্য নেশা করে থাকে । আর বিপক্ষে হাজারো যুক্তি আছে । যেমন , আমাদের দেহে ঈশ্বর আত্মারূপে বাস করেন । অর্থাৎ , এই দেহ একটি মন্দিরের সমান । তাই নেশাজাতীয় দ্রব্য সেবনের মাধ্যমে এই মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার আমাদের নেই । এছাড়া প্রতিটি ধর্মেই মাদকগ্রহণ চরম অন্যায় বলে বিবেচিত । আবার , মাদকগ্রহণের ফলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে । যার ফলে সে নানা অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ে । মাদকগ্রহণ আর আত্মহত্যা প্রায় সমান । আর আত্মহত্যা মহাপাপ । আমাদের পিতামাতা আমাদের ছোট থেকে বড় করেছেন । তাই আমাদের উচিত বৃদ্ধকালে তাদের পাশে দাঁড়ানো । তাই মাদকগ্রহণ করে তাদের বৃদ্ধকালে সন্তানহীন করে দেয়ার কোনো অধিকার আমাদের নেই । তাছাড়া মাদকগ্রহণে কোনো কষ্ট দূর হয়না , কিছুক্ষণের নেশার ঘোরে কিছু বোঝা যায়না । নেশা কেটে গেলেই আবার কষ্ট ফিরে আসে । সর্বশেষে বলতে চাই , নেশাখোর ব্যক্তি দেশ ও জাতির জন্য বিপদজনক এবং অভিশাপ ।