শেয়ার করুন বন্ধুর সাথে

সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী রাশিয়া দেশের এবং  ৮৭৯ দিন । মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর রেকর্ড গড়ে গতকাল পৃথিবীতে ফিরেছেন রুশ মহাকাশচারী জেনাদ্দি পেডালকা। এ সময় তার সঙ্গী ছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফেরা আরো দুই মহাকাশচারী। খবর এএফপি। পেডালকা পাঁচটি ভিন্ন মহাকাশ যাত্রায় মোট ৮৭৯ দিন অতিবাহিত করেছেন। তিনি গতকাল গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫১ মিনিটে দুই মহাকাশচারী কাজাখস্তানের আইদিন এইমবেতভ এবং ডেনমার্কের আন্দ্রিয়াস মোগেনসেনকে সঙ্গে নিয়ে কাজাখস্তানে অবতরণ করেন। তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তার ৪৪তম অভিযানে স্বদেশী সের্গেই ক্রিকালেভের ৮০৩ দিন ৯ ঘণ্টা ৪১ মিনিটের পুরনো রেকর্ড ভাঙেন। তার সাম্প্রতিক অভিযানটি শুরু হয়েছিল মার্চের ২৭ তারিখ। নাসা জানায়, পেডালকাকে বহনকারী মহাকাশযানটি গ্রিনিচ মান সময় রাত ১২টায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এটি কাজাখস্তানের দজেজকাজান ভূকেন্দ্র থেকে ১৪৬ কিলোমিটার দূরে সফলভাবে অবতরণ করে। পেডালকার প্রথম অভিযান ছিল ১৯৯৮ সালে রাশিয়ার মির স্পেস স্টেশনে। ২০০৯ সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিল তার দ্বিতীয় অভিযান। এ দুটি অভিযানের মোট সময় ছিল ১৯৯ দিন। তিনিই একমাত্র মহাকাশচারী, যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চারবার নেতৃত্ব দিয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ