শেয়ার করুন বন্ধুর সাথে

আসমানী কিতাব মোট ১০৪ খানা। প্রসিদ্ধ কিতাব ৪ খানা। কিতাবগুলোর মধ্যে ১. তাওরাত কিতাব= হযরত মুসা (আ:) ২. যাবুর কিতাব= হযরত দাউদ (আ:) ৩. ইনজিল কিতাব= হযরত ঈসা (আ:) ৪. পবিত্র কুরআন= হযরত মুহাম্মদ (সা:) উপর নাযিল হয়।

কুরআন- মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর উপর, তাওরাত- মূসা (আঃ)এর উপর, ইঞ্জিল- ঈসা (আঃ) এর উপর এবং যাবূর- দাউদ (আঃ)এর উপর।