লবণ রান্নার শুরুতে দেয়া ভালো।কারন রান্না শেষের দিকে লবণ দিলে তা অনেক সময় গলে না।অর্থাৎ তরকারীর সাথে মিশে না।এরকমটা হলে লবণ দাঁতের নিচে পরার দরুন তরকারী খাওয়ার উপায় থাকবে না।তাই রান্না শুরুর দিকেই তরকারীতে লবণ দেয়া ভালো।