শুধু প্রতিষ্ঠানিক খরচের দিক দিয়ে   সরকারী পলিটেকনিকে খরচ অনেক   কম এবং সুযোগ  সুবিধা (বৃত্তি) পেলে বৃত্তির টাকা বাদ দিলে কোনো খরচই নেই। ধরে নেওয়া হলো, কোনো প্রকার সুযোগ   সুবিধা দেওয়া হবে না এবং আপনার প্রশ্নের  শর্তের ভিত্তিতে বলা যায় সরকারি পলিটেকরিকে   সেমিষ্টার ফি, বেতন, রেজিষ্ট্রেশন, ভর্তি ফি ইত্যাদি  প্রতিষ্ঠানের বাধ্যতামূলকভাবে যত টাকা প্রদান  করতে হবে তার হিসাবে ৪০/৫০ হাজার টাকা খরচ হতে পারে সর্বোচ্চ ৪ বছরে।