Share with your friends

ব্যবহারকারী তথা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বর্তমানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের উৎপত্তি হয়েছে। যেমন ধরুনঃ- মালিকানা ভিত্তিতেঃ মালিকানা ভিত্তিতে নেটওয়ার্ক ২ প্রকার। ১. প্রাইভেট নেটওয়ার্ক (Private Network) ২. পাবলিক (Public Network) টপোলজির ভিত্তিতেঃ টপোলজির উপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত চার প্রকার। ১. স্টার টপোলজি (Star Topology) ২. রিং টপোলজি (Ring Topology) ৩. বাস টপোলজি (Bus Topology) ৪. মেশ টপোলজি (Mesh Topology) কার্যাবলির ভিত্তিতেঃ কার্যাবলির বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ক কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। ১. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Per-to-Per Network) ২. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক(Client Server  Network) কার্যক্ষেত্রের ভিত্তিতেঃ কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা যায়। ১. লোকাল এরিয়া নেটওয়ার্ক(Local Area Network) ২. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network) ৩. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network) সুইচিং এর উপর ভিত্তি করেঃ সুইচিং কৌশলের উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা হয়। ১. সার্কিট সুইচ নেটওয়ার্ক (Circuit switched Network) ২. ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক (Message Switched Network) ৩. প্যাকেট সুইচ নেটওয়ার্ক (Packet Switch Network) নির্মাণ কৌশলের ভিত্তিতেঃ নির্মান কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ক মূলত ২ প্রকার। ১. পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক (Point to Point Network) ২. ব্রডকাষ্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক (Broadcast or Multipoint Network)

Talk Doctor Online in Bissoy App