শেয়ার করুন বন্ধুর সাথে

রাসূল (সাঃ) এর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত ৩০ জন মিথ্যা নবী দাবী করেছিলো তাদের মধ্য থেকে ১৩ জনের নাম নিম্নে দেয়া হল। (১) ছনাআয়ে ইয়ামানে আসওয়াদ আনাসী নামে এক লোক নবী দাবি করেছিল। (২)নবীজী সা. এর জিবদ্দশায় ইয়ামামা নামক জায়গায় মুসাইলামাতুল কাজ্জাব নামে এক লোক মিথ্যা নবী দাবি করেছিল । (৩)তুলাইহা আসাদী নামে এক লোক মিথ্যা নবী দাবি করেছিল। (৪)সাজাহ বিনতে হারেস নামে এক মহিলা নবী দাবি করেছিল । মুসাইলামাতুল কাজ্জাবের সাথে তার বিবাহ হয়েছিল। (৫) হযরত আব্দুল্লাহ বিন যোবায়ের (রাঃ) এর যামানায় মুখতারে সাকাফী নামে এক লোক নবী দাবি করেছিল। (৬)আরবের প্রসিদ্ধ কবি মুতানাব্বিও নবী দাবি করেছিল। (৭)খলীফা মুতামিদ বিল্লার যামানায় বাহবুদ নামে এক ব্যক্তি নবী দাবি করেছিল। (৮)খলীফা মুকতাফী বিল্লার যামানায় আকরওয়াতুল কুরমুতি নামে এক ব্যক্তি নবী দাবি করেছিল। (৯)বসরায় ইসহাক আখরাস নামে এক লোক নবী দাবি করেছিল। (১০)মিশরে ফারেস বিন ইয়াহইয়া নামে এক লোক নবী দাবি করেন। ( ১১) আব্দুল্লাহ বিন মাইমুন। (১২) গাজানী নামে এক যাদুকর। (১ ৩) মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। (তিরমিযির মুতারজিম মাওলানা বদিউজ্জামান পৃষ্ঠা ৮৪০)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ