একটি প্রাইজবণ্ডের ফলাফলের পর 3 মাস সময় পর্যন্ত সেটা পুরস্কারের আওতাধীন থাকে, তিন মাস বা তার পর সে বণ্ড কোনভাবেই পুরস্কারের আওতায় পরে না, সুতরাং এখন আর সেই বণ্ড দিয়ে পুরস্কার পাওয়া যাবে না।