শেয়ার করুন বন্ধুর সাথে

  ক্যারিয়ার আইটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধমান সেক্টর আইটি সেক্টর। চাইলে আপনিও পারেন এই স্বপ্নের ক্যারিয়ার গড়তে। এর জন্য আপনাকে  CSE তেই পড়তে হবে তার কোন বাধ্যবাধকতা নেই। আইটি ক্যারিয়ার গড়ার জন্য আপনার যা লাগবে সেটা হলো  ধৈর্য, প্রবল ইচ্ছা আর ইংরেজি ও গণিতের মোটামুটি জ্ঞান। কেন ক্যারিয়ার গড়বেন আইটিতে? এই সেক্টর চাকরির জন্য কখনও মামা-চাচা বা উৎকোচের প্রয়োজন হয় না। যোগ্যতা থাকলে চাকরিই আপনাকে খুঁজে নেবে। এই সেক্টরে নিজেই নিজের আয়/বেতন এর সীমা নির্ধারণকারী। বন্ধুসুলভ পরিবেশে কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হলো আইটি। কেউ চাইলে অফিসে গিয়ে বা নিজের ঘরে বসেও কাজ করতে পারেন। আইটিতে ক্যারিয়ার এর ক্ষেত্র সমূহ    কম্পিউটার অপারেটর   সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার    অনলাইন মার্কেটার    গ্রাফিকস ডিজাইনার    ওয়েব ডিজাইনার    ওয়েব ডেভেলপার   সফটওয়্যার ইঞ্জিনিয়ার     ড্যাটাবেজ আডমিনিস্ট্রেটর    নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার কিভাবে গড়বেন আইটি ক্যারিয়ার? অপারেটিং সিস্টেম তৈরি থেকে শুরু করে অনলাইন মার্কেটিং পর্যন্ত যেকোনো বিষয়ের ওপর নিজেকে দক্ষ করার জন্য পর্যাপ্ত রিসোর্স অনলাইনে পাওয়া যায়। এ জন্য সর্বোত্তম স্থান হলো YouTube। এ ছাড়াও কিছু অনলাইন প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে। যাদের মাঝে Lynda, Tutsplus  অন্যতম। কিন্তু অনলাইন প্রশিক্ষণ সবার জন্য বন্ধুসুলভ হয় না। সকল প্রশ্নের উত্তর অনলাইন প্রশিক্ষণে না-ও পেতে পারেন। অনলাইন প্রশিক্ষণে সবসময় অনেক বিষয়ের বিস্তারিত বর্ণনাও পাওয়া যায় না। চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় না বললেও চলে। সে ক্ষেত্রে  নির্ভরযোগ্য স্থানীয় কোন প্রশিক্ষণ  কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণ নেয়াই উত্তম।