শেয়ার করুন বন্ধুর সাথে

যা কিছু আছে এবং নাই, থাকলে তুমি, বাইরে তারও— স্পর্শ-ঘ্রাণ, আস্বাদন, কল্পনা ও দৃশ্যাতীত; রূপবিহীন, বর্ণহীন, অধিকন্তু আঁধার গাঢ়— রাত্রিদিন, বিরামহীন ভিন্নসুরে গাইলে গীত। যদিও দু’য়ে অভিন্ শ্বাস নিচ্ছি টেনে তবুও মন একই তো দেহে করেও বাস আলাপহীন পরস্পর; থাকলে হ’য়ে অধরচাঁদ—যায় না ছোঁয়া, বিমূর্তন— বামন আমি ম্লেচ্ছ জাত—বাকরহিত পূর্বাপর।  ২. প্রণয় দিয়েছে বেঁধে ক্রন্দন-রাখি শোণিতে প্রবহমান তারই নির্যাস; একাকী শিহরি’ কাঁপি যেন মুথাঘাস কখনও বিরহে গান গেয়ে ওঠা পাখি। তোমাদেরও এভাবে কি ভিজে ওঠে আঁখি, আচমকা ধেয়ে আসে ভারী নিশ্বাস?— কেন এত প্রেম জাগে বলো মুথাঘাস এতটা কান্না কেন বলে যাও পাখি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ