শেয়ার করুন বন্ধুর সাথে

হোস্টিং : হোস্টিং মানে হলো আপনার মোবাইলে ফোনের মেমোরির মত। আপনি যেমন আপনার মেমোরিতে প্রয়োজনীয় (গান, ভিডিও, গে্ন ইত্যাদি) রাখেন, ঠিক তেমনি হোস্টিং হল মেমোরি মতো। যেখানে আপনি থিম, প্লাগিং, পোস্ট ইত্যাদি রাখতে পারবেন। শুধু পার্থক্য হল মোবাইলের মেমোরি অফলাইনে কাজ করতে হয়, আর হোস্টিং অনলাইনে কাজ করতে হয়।  আমরা সাধারনত দেখি, যেকোনো ওয়েব সাইটে কিছু টেক্সট এবং মাল্টিমিডিয়া (image / video) দিয়ে তৈরি হয়ে থাকে। এগুলো যে জায়গা বা BIT দখল করে তাকে ঐ সাইটের হোস্টিং বলে। আসলে হোস্টিং এর বিষয়বস্তু আরো অনেক। হোস্টিং ২ ধরনের : ফ্রি হোস্টিং [ আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন] প্রমিয়াম হোস্টিং [ আপনাকে টাকা ব্যয় করে কিনতে হবে ] ডোমেন : ডোমেন হচ্ছে আপনার হোস্টিং বা সাইটের ঠিকানা। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে, আমাদের সাইটের ঠিকানা askproshno .com । এখানে askproshno হল সাইটের নাম এবং .com এটা হলো ডোমেন। জানি না, আমি আপনাকে পুরো বিষয়টা সঠিকভাবে বুঝাতে পারলাম কিনা..… ! তবে, সব থেকে ভালো হবে domain and hosting উদাহরনের মাধ্যমে বুঝানো। মনে করেন….. আপনার একটা বাড়ি আছে। বাড়িটি ১ একর জমির উপর অবস্থান করছে। বাড়ির ঠিকানা sector-7, uttara, Dhaka। ওয়েব সাইটের ক্ষেত্রে বলতে গেলে, আপনার বাড়িটা আপনার ওয়েবসাইটের কনটেন্ট। ঐ বাড়ির জমি হলো আপনার ওয়েবসাইটের হোস্টিং। ঐ বাড়ির ঠিকানা হচ্ছে  ওয়েবসাইটের ডোমেইন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ