শেয়ার করুন বন্ধুর সাথে

হাফ হাত পড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরূহ তথা অপছন্দনীয় কাজ। নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক। আবার মাকরূহ হবে বলে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি নামাজই ছেড়ে দিবে এটাও যেন না হয়। (ফাতওয়া আলমগিরি:১/১০৬ , কিতাবুল ফাতাওয়া:২/২১৭)

হযরত রাসূলে কারীম সা. কখনও হাফ হাতার জামা পরিধান করেন নি। এ ধরণের জামা খেলাফে সুন্নত। সুতরাং এ ধরণের জামা পরিধান করে নামায পড়াও সুন্নতের পরিপন্থি। তথ্যসূত্র : (মাহমুদিয়া ২০০/১৪)