রোজা অবস্থায় শরীরে কোনো ঔষধ ব্যবহার করলে যদি তা মস্তিষ্ক অথবা পাকস্থলিতে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে। যেহুতু চোখের সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নেই,সুতরাং চোখে ড্রপ ব্যবহারের ফলে রোজার কোনো ক্ষতি হবেনা। (বাদায়েউস সানায়ে ৯৩/২) (মারকিল ফালাহ ১৩৩) (ফাতাওয়াহে রহিমিয়াহ ১৭/২)